ত্রাণ প্রতিটি বাড়ীতে বাড়ীতে পৌঁছে দিলেন কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র
সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা ভ্যানে করে ৯টি ওয়ার্ডের প্রতিটি বাড়ীতে বাড়ীতে পৌছে দিলেন কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল । তিনি জানান-করোনা ভাইস এ সাধারণ মানুষ বাড়ী থেকে বের হতে পারছেন না। অনেকের বাড়ীতে কোন খাবার নাই। এটা দেশরত্ন মমতাময়ী মা শেখ হাসিনা অসহায় মানুষের কথা ভেবে নিজ তহবিল থেকে খাদ্য সামগ্রী প্রদান করেন। এই খাদ্য সামগ্রী কলারোয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে ৩০০শত পরিবারের প্রতিটি বাড়ীতে বাড়ীতে পৌছে দিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে-১০কেজি চাল, এক কেজি আলু ও এক কেজি ডাল।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন-৯টি ওয়ার্ডের হতদরিদ্র ও অসহায় পরিবারে মাঝে সংশ্লিষ্ট কাউন্সিলরগণ বাড়ীতে বাড়ীতে যেয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন। তিনি আরো বলেন-জেলা প্রশাসনের আদেশ মেনে নিয়ে সকলকে সহযোগিতা করার জন্য আহবান জানান। আপনারা জানেন করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এর থেকে পরিত্রান পাওয়ার জন্য নাগরিক দায়িত্বের অংশ হিসেবে আসুন আমরা সবাই সচেতন থাকি। নিজে বাঁচুন, পরিবার, সমাজ ও দেশের সর্বাত্মক কল্যাণে সহযোগিতা করুন। পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক ব্যবহার করুন। যেখানে সেখানে থুথু ফেলবেন না। মুখে মাস্ক ব্যবহার করুন। প্রতি ২ ঘন্টা অন্তর অন্তর হ্যান্ড ওয়াস বা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। সকলের সহযোগিতায় করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসুন।