করোনা প্রতিরোধে যদি আমরা সচেতন না হই আমাদের অবস্থা হবে ভয়াবহ -এমপি রবি
‘উন্নত বিশ্বকে এই মরণঘাতী করোনা ভাইরাস ধ্বংশ করে দিয়েছে। হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আপনারা করোনা পরিস্থিতি নিয়ে অবশ্যই বিশ্বের বর্তমান অবস্থা জানেন। উন্নত দেশগুলো করোনা ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে। মরণঘাতী করোনা প্রতিরোধে এখনও যদি আমরা সচেতন ও সজাগ না হই তাহলে আমাদের অবস্থা হবে ভয়াবহ। সকলের কাছে অনুরোধ আপনারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ও স্বাস্থ বিধি মেনে চলুন। আপনাদের সন্তান ও পরিবারের স্বার্থে অস্তিস্থ্য টিকিয়ে রাখতে করোনা প্রতিরোধে সতর্ক ও সজাগ হতে হবে। সকলে করোনা প্রতিরোধে সচেতন হলে ইনশাল্লাহ আমরা করোনার বিরুদ্ধে জয়লাভ করবো।’ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৬টায় সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় পৌরসভা চত্বরে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে কর্মহীন ইজিবাইক চালকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন।’
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহ্ উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, শেখ শফিক উদ দৌলা সাগর, কাজী ফিরোজ হাসান, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম, অনিমা রানী মন্ডল, পৌরসভার সচিব মো. সাইফুল ইসলাম বিশ্বাস, এসও সাগর দেবনাথ, ক্যাসিয়ার মো. জোহর আলী, স্টোর কিপার মীর নাসের প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সাতক্ষীরা পৌর এলাকার কর্মহীন ১শ’২০ জন ইজিবাইক চালকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সাতক্ষীরা পৌরসভার অন্তভূক্ত ৭ শতাধিক ইজিবাইক চালকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হবে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।