কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে কর্মহীন সর্ব শ্রেণি পেশার অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন শ্রেণি পেশার অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর, কাজী ফিরোজ হাসান, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম, শেখ আব্দুস সেলিম প্রমুখ।
এসময় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সাতক্ষীরা পৌর এলাকার কর্মহীন সর্ব শ্রেণি পেশার ৫৩ জন অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।