যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ২৪ হাজারের বেশি, মৃত্যু ১৫২৫
যুক্তরাষ্ট্রে একদিনে নতুন করে আরও ২৪ হাজার ৩৭৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে সোমবার নতুন করে আরও মারা গেছে ১ হাজার ৫২৫ জন।
হন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত কমপক্ষে ৫ লাখ ৮১ হাজার ৬৭৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৩ হাজার ৬০৪ জন।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৯৪১। অপরদিকে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬৪০ জনের।
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৯৪৮ জন। তবে এখন পর্যন্ত ১২ হাজার ৭৭২ জনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ ২৪ হাজার ৬৭৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
এখন পর্যন্ত বিশ্বে ১ লাখ ১৯ হাজার ৬৯২ জনের প্রাণ কেড়েছে করোনা। অপরদিকে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ৪৫ হাজার পাঁচজন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে।