আশাশুনিতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট
করোনাভাইরাস প্রতিরোধে আশাশুনি উপজেলার বিভিন্ন হাট-বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এঁর নির্দেশে আশাশুনি সদর, বড়দল ইউনিয়নের গোয়ালডাংগা বাজার, কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজার, কুল্যা ও কাদাকাটি ইউনিয়নের হাজির হাটখোলা, কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজার এবং বুধহাটা ইউনিয়নের বুধহাটা বাজার, বেউলা ও পাইথলি বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সামাজিক নিরাপদ দূরত্ব নিশ্চিতকরণ ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় এবং জনসচেতনতা সৃষ্টি করা এবং সন্ধ্যা ৬ টার পর ঔষধের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। সামাজিক দূরত্ব না মানায় কাদাকাটি বাজারের এক কাপড় ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
Please follow and like us: