পাটকেলঘাটায় খাদ্যসামগ্রী বিতরনে জটলা বারছে করোনার ঝুঁকি
পাটকেলঘাটায় ০৩ নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানের নেতৃত্বে ১০ টাকা কেজিতে চাল বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (০৭মার্চ) সকাল ১০ টা থেকে পাটকেলঘাটা খাদ্য গোডাউন রোড (শেখ ফতেমা এন্টারপ্রাইজ) নামক ব্যাবসা প্রতিষ্ঠানে কার্ডের মাধ্যমে চেয়ারম্যানের লোকজন ঐ চাউল বিক্রয় কর্মসূচি পালন করে।
সরেজমিন গিয়ে দেখা যায়, সেখানে অত্র ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে মানুষ ১০ টাকা কেজিতে চাউল কিনতে ভিড় জমিয়েছে। বর্তমান সময়ে খাদ্য দ্রব্য বিতরনের সময় এতো মানুষের জটলা দেখে অনেক সচেতন মহল তাদের এই কর্মসূচি বন্ধ করার জন্য বল্লেও কোন কাজ হয়নি। এখন প্রশ্ন হলো এতো মানুষের সমাগমে কি করোনা ভাইরাস ছড়াতে পারে না ? সরকার ও প্রশাসন করোনা ভাইরাস প্রতিরোধে শত শত নির্দেশ দিলেও তার কোনটাই মানা হয়নি এখানে। এদের মধ্যে যদি কেউ করোনায় আসক্ত হয় তাহলে এর দাইভার কে নিবে ?
সেখানে গিয়ে এই বিষয়ে প্রথমে কথা হয় সেখানে দাতিত্বরত রকিবুজ্জামান নামে এক ব্যাক্তির সাথে তিনি জানান, আমরা অনেক চেষ্টা করছি তাদের আলাদা করার জন্য এ দুরত্ব বজায় রাখার জন্য কিন্তু এতো লোকজন কেউ কথা সুনছে না। তাহলে সবার কার্ড অনুযায়ী বাড়ী বাড়ী গিয়ে চাউল পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করা হচ্ছেনা কেনো এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা উপরের নির্দেশ মোতাবেক এই কাজ করছি আমাদের নিজের ইচ্চামতো কিছুই হবেনা। চেয়ারম্যান সাহেব কোথায় ? জানিনা ফোন দেন।
পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি চেয়ারম্যান মতিয়ার রহমানকে জানানো হলে তিনি তাৎক্ষণিক মোটরসাইকেল যোগে এসে শত মানুষের জটলা ছাড়ানোর জন্য কিছুক্ষন মাঠ গরম করেন। ঐ সময় চেয়ারম্যানকে প্রশ্ন করা হয় বর্তমানে বিশ্বের যে অবস্থা এই অবস্থায় এমন উন্মুক্ত কাজ করা কি ঠিক হচ্ছে ? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটুকু সামাল দেওয়ার মতো ক্ষমতা বা সামর্থ আমার আছে।
এরপর খাদ্য সামগ্রী বিতরনে এতো মানুষের জটলার বিষয়ে তালা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) খন্দকার রবিউল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি দেখছি।
Please follow and like us: