সাতক্ষীরা ভোমরা সীমান্তে দিনভর আটকা পড়লো পাসপোর্ট যাত্রী
সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক কর্নেল গোলাম মহিউদ্দিন কন্দকর বলেন ‘বিজিবির উদ্ধর্তন মহলের নির্দেশে ভোমরা সীমান্ত দিয়ে আর কোন পাসপোর্ট যাত্রীকে প্রবেশের সুযোগ দেয়া হবে না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই আদেশ থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিজিবির উদ্ধর্তন কর্তৃপক্ষকে ওই ১৩ জনের বিষয়টি জানানো হয়। উদ্ধর্তন কতৃপক্ষের নির্দেশে তাদেরকে প্রবেশের সুযোগ দেয়া হয়েছে। কাল থেকে আর একজন পাসপোর্ট যাত্রীকে প্রবেশ করতে দেয়া হবে না। যে ১৩ জনের আজ প্রবেশ করতে দেয়া হয়েছে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে’।
উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। প্রতিদিনই সেদেশে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের কোন ইমিগ্রেশন দিয়ে ভারত সরকার একজন পাসপোর্ট যাত্রীকে নিচ্ছে না, তাই ভারতীয় নাগরিক হলেও। অথচ ভারত থেকে বাংলাদেশী পাসপোর্টধারীরা অবাধে বাংলাদেশে প্রবেশ করছে। গত ২২ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত প্রায় আড়াই হাজার পাসপোর্ট যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে ভোমরা ইমিগ্রেশন দিয়ে। এদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরার বিভিন্ন এলাকায়। এনিয়ে সাতক্ষীরার মানুষের মধ্যে করোনা আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষের দাবি কওে আসছিল, ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী আসা বন্ধ করা হোক।
Please follow and like us: