ইতালিতে দৈনিক কমছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা
করোনাভাইরাসে ইতালিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমে আসতে শুরু করেছে। রোববার দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫২৫ জনের। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৮১৯ জন। আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যাও কমেছে।
দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লিও তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত জানিয়েছেন।
শনিবার ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৮০৫ জন এবং মৃত্যু হয়েছিল ৬৮১ জনের।
বোরেল্লিও জানান, ইতালিতে এখন পর্যন্ত ১৫ হাজার ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৪৮ জন। রোববার দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৮১৫ জন।
করোনার বিস্তার ঠেকাতে মরিয়া ইতালি সরকার। দেশটির প্রায় ৬ কোটি নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা, খাদ্যসামগ্রীর নিশ্চয়তার জন্য সামরিক বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।