করোনা প্রতিরোধে মানবিক ফাউন্ডেশনের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা জেলা মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মাস্ক ও সাবান সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা বিভিন্ন ইউনিউনে উপস্থিত থেকে এ সকল উপকরণ বিতরণ করেন মানবিক ফাউন্ডেশনে’র সভাপতি অতুল কুমার ঘোষ। গরিব-অসহায় ও সাধারণ মানুষের মাঝে এ করোনা ভাইরাস প্রতিরোধে এ সকল উপকরণ বিতরণ করা হয়। নিবার্হী পরিচালক ইব্রাহিম খলিলের পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ মনিরুল ইসলাাম, সাধারণ সম্পাদক রামপ্রশাদ রাকেশ, প্রমুখ।
এসময় তিনি বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশ সরকার করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। করোনা ভাইরাস প্রতিরোধ করতে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। একমাত্র সচেতনতায় হতে পারে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির একমাত্র পথ। এই পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের করোনা ভাইরাস প্রতিরোধে ছিন্নমুল মানুষের সহযোগিতা করার জন্য এগিয়ে আসার আহবান জানান তিনি।