সন্ধ্যার পরে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতে ৫৯ হাজার টাকা জরিমানা আদায়
শ্যামনগর উপজেলা প্রশাসন ঘোষনা দেওয়ার পরেও সামাজিক দুরত্ব বজায় না রাখা এবং বিনা প্রয়োজনে মোটরসাইকেল চালানো সহ সন্ধ্যা ৬টার পরে দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে একাধিক ব্যক্তিকে দন্ড দেওয়া হয়েছে।
শনিবার রাত ৯টা থেকে রাত ১২ টা এবং রোববার সকাল ১০টা হইতে দুপুর ২টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনম আবুজর গিফারী এবং উপজেলা সহকারী কমিশানর (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী। সূত্রমতে, রোববার সকাল ১০টায় উপজেলা সদরের চৌরাস্থা মোড়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুজর গিফারী এক মোটর সাইকেলে একাধিক ব্যক্তি বহন করার দায়ে ৪৫জনকে মামলা সহ ১৮হাজার ১শত টাকা জরিমানা আদায় করেন। অপরদিকে নির্বাহী ম্যজিষ্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী শনিবার সন্ধ্যায় এবং রোববার সকাল ১০টা হইতে ২টা পর্যন্ত উপজেলার সদর বাজার, বংশীপুর বাজার ও নওয়াবেঁকী বাজারে সন্ধ্যা ৬টার পরে দোকান রাখা সহ বিভিন্ন অনিয়মের দায়ে জন্য ২০জন ব্যবাসীয়কে ৪০ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করেন ।
Please follow and like us: