এসপি-ইউএনও’র তহবিলে দুই লক্ষ টাকা সহায়তা দিলেন কুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান
করোনা পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া আফরীনের ত্রান তহবিলে এক লক্ষ টাকা করে নগদ দুই লক্ষ টাকা সহায়তা প্রদান করেছেন কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম।
শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে ও রবিবার বেলা ১১ টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের হাতে চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলামের পক্ষে অর্থ সহায়তা তুলে দেন কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। অর্থসহায়তা প্রদানকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম বলেন, বর্তমানে বিদেশে অবস্থানের কারনে দেশে আসতে না পারলেও সবসময় মানুষের দূর্ভোগ দূর্দশা নিরসনে খোজ খবর নিচ্ছেন চেয়ারম্যান ইমাদুল ইসলাম। ইতোমধ্যেই তিনি ব্যাক্তিগত তহবিল থেকে কুলিয়া ইউনিয়নবাসীর খাদ্য সামগ্রী সরবরাহের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। যার প্রেক্ষিতে ৫শ পরিবার করে তিন দফায় দেড় হাজার মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
পাশাপাশি আরো অধিক মানুষের সহায়তার জন্য পুলিশ সুপার ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের ত্রান তহবিলে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা নগদ প্রদান করেছেন তিনি।