তালায় সড়ক দুর্ঘটনার শিকার আবু সাঈদের চিকিৎসার্থে সাহায্যের আবেদন দেশবাসীর কাছে
সাতক্ষীরা জেলা তালা উপজেলা , উপজেলা জিয়ালানলতা গ্রামের বাসিন্দা মোঃ আবু সাঈদ নিকারী । বয়স (২৮) বছর। পিতা মোঃ হায়বাদ আলী নিকারী । মাতা আয়ফুল বেগম ।গত ১৭ \১\২০২০\ তারিখে জাতপুর টু তালা সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসা খরচের অভাবে চিরপঙ্গু হয়ে যাচ্ছে। আমি তার বাবা। আমি তার বাবা এক জন দিন মুজুর ।আমার আর্থিক অবস্থা তেমন ভালো নয়। নেই কোনো জমানো অর্থ-সম্পদ। কিছু দিন আগে আমার ছেলে আবু সাঈদ মারাত্মক সড়ক দুর্ঘটনায় সবকিছু ভেঙ্গে চুরমার হয়ে যায়।
দুর্ঘটনায় ডান পা ভেঙ্গে বাম হাতের মেইন রেডিয়াল নার্ভ (রগ) ছিঁড়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়ে প্রচুর রক্তক্ষরণ হলে সাথে সাথেই খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন। পঙ্গু হাসপাতালের ডাক্তারগণ ইমরানের পায়ের জরুরিভাবে অপারেশন করার পরামর্শ দেন। চিকিৎসা বিলম্ব হলে বা অবহেলার কারণে হয়তো শরীরের যেকোনো অঙ্গ কেটে ফেলতে হবে, প্রয়োজন দুই লক্ষ টাকা । এত টাকা যোগাড় করার মতো সামর্থ বা দানশীল আত্মীয়-স্বজন আমার নেই। আবু সাঈদ চিকিৎসা বাবদ এ পর্যন্ত ধারদেনা করে প্রায় এক লক্ষ টাকা খরচ করছি। তার উপর কোথা থেকে যোগাড় করবো এত টাকা? আমার ছেলেকে চিকিৎসার মাধ্যমে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে সমাজের দানশীল ব্যক্তি, কল্যাণ সংস্থা ও সরকারের যেকোনোভাবে সাহায্য ছাড়া আমার আর কোনো পথ নেই। আবু সাঈদের চিকিৎসার জন্য জরুরিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে চিরপঙ্গুত্বের হাত থেকে বেঁচে থাকার আকুল আবেদন জানাচ্ছি।