পাটকেলঘাটায় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কঠোর প্রশাসন
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পাটকেলঘাটায় সাধারণ মানুষকে ঘরে ফেরাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে বলেছেন থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ। ইতি মধ্যে নানা সচেনতন মূলক প্রচারনা চালানো হয়েছে।
সকাল থেকেই পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা মোটরসাইকেল, ইজিবাইক, ইঞ্জিনভ্যান, পিকআপ দেখলেই তাদের গতিরোধ করে সচেতন হওয়ার পরামর্শ দেন। এছাড়া সকল চায়ের দোকান বন্ধ রাখারা নির্দেশও প্রদান করেন। এসব দেখে সকলে দোকান পাঠ বন্ধকরে বাড়িতে কিছু লোক বাড়িতে অবস্থান নিলেও কিছুলোক নির্দেশ অমান্যকরে পুনারায় বাড়িথেকে বের হচ্ছে । দিন বেড়ে যাচ্ছে তাদের দৌরত্ব। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, জন নেত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় সামাজিক দুরত্বের কথা বলেছেন।, গত কয়েকদিন ধরে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে জনসাধারণ যেন বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসেন। লিফলেট বিতরণ করে সচেতনতাবৃদ্ধির কাজ করা হচ্ছে। অসহায় দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এরপরও কারণ ছাড়াই জনগণ রাস্তায় নেমে পরিবেশ নষ্ট করে প্রাণঘাতি করোনা ছড়ানোর ঝুঁকি বাড়াচ্ছে।
যত্রতত্র দোকানপাট খুলে সেখানে আড্ডা মারার পরিবেশ তৈরি করা হচ্ছে। যে কারণে পুলিশকে কঠোর হতে বাধ্য করছে তারা।
Please follow and like us: