সাত দিনের মধ্যে আসছে করোনার নতুন পরীক্ষা
বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমিত ৫৩ হাজার ২১৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ায় কাঁপছে গোটা বিশ্ব। ভাইরাসটি প্রতিরোধে চলছে বিজ্ঞানীদের তোড়জোড়। সেই তোড়জোড়ের মধ্যে যুক্তরাজ্যে করোনাভাইরাস শনাক্তের জন্য নতুন পরীক্ষা পদ্ধতির উন্নয়ন চলছে। আগামী সাত দিনের ভেতরে নতুন পরীক্ষা পদ্ধতি আসছে।-খবর বিবিসির।
সাধারণত করোনাভাইরাস (কোভিড-১৯) দুইভাবে পরীক্ষা করা হয়। এক মুখের লালা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। যা বিশ্বের সব দেশে চলমান রয়েছে। আরেকটি পরীক্ষা পদ্ধতি হলো অ্যান্ডিবডির মাধ্যমে। যার উন্নয়ন কাজ চলছে। পরীক্ষাটি সহজলভ্য হলেই দ্রুত ভাইরাস শনাক্ত করা সম্ভব হবে।
বিবিসির খবরে বলা হয়, এইচআইভি পরীক্ষার মতো ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে রক্ত টেস্ট করা হবে। রক্তের মাধ্যমে অ্যান্টিবডি পরীক্ষা করা হবে। এতে শরীরের ভাইরাস আছে কিনা বা প্রতিরোধে উপায় বের করার চেষ্টা করা যাবে।
এইচআইভি নিয়ে কাজ করা বিট্রিশ কোম্পানি বলছে, আগামী সাত দিনের ভেতরে করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিবডি পরীক্ষার পদ্ধতির উন্নয়ন সম্ভব হবে। এরইমধ্যে ভাইরাস শনাক্ত করতে ৩৫ লাখের মত অ্যান্টিবডি টেস্ট কিট কিনেছে ব্রিটেন সরকার।