যুক্তরাষ্ট্রে চব্বিশ ঘন্টায় করোনায় ৮৬৫ জনের মৃত্যু, বেদনাদায়ক সপ্তাহ আসছে : ট্রাম্প
সব রেকর্ড ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে চব্বিশ ঘন্টায় কোভিড-১৯ এ ৮৬৫ জন মারা গেছে। দেশটিতে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আসন্ন কয়েক সপ্তাহে দেশটিতে আড়াই লাখ মৃত্যু হবে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা এখন ৩,৮৭০ জন, যা প্রাদুর্ভাবের প্রথম কেন্দ্র চীনে মারা যাওয়া মানুষের সংখ্যার চেয়ে বেশি।
এমন সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আসন্ন ‘খুবই বেদনাদায়ক’ সপ্তাহের জন্য প্রস্তুত হতে হবে। হোয়াইট হাউজে দেয়া বক্তব্যে করোনাভাইরাস মহামারিকে তিনি ‘একটি প্লেগ’ বলে বর্ণনা করেন। যুক্তরাষ্ট্রে এক থেকে দুই লাখ মানুষ মারা যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রে অবরোধ পরিস্থিতির ওপর আরো কড়াকড়ি আরোপ করা হচ্ছে, যার ফলে প্রতি চারজন নাগরিকের তিনজনই একরকম লকডাউন পরিস্থিতিতে থাকবেন।