র্যাব-৬ কর্তৃক দেশী মদসহ ৩ আসামী গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত মাদক দ্রব্য ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত ২৮ মার্চ ২০২০ ইং তারিখ আনুমানিক ১৯.৪০ ঘটিকার সময় অতিঃ পুলিশ সুপার মোঃ মোতাহার হোসেন এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন ঝাউডাঙ্গা বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাহার নির্দেশে সাতক্ষীরা জেলার সদর থানাধীন ঝাউডাঙ্গা বাজারস্থ জনৈক আব্দুল হামিদ এর মুদি দোকান সংযুক্ত ফার্নিচারের দোকানের মধ্যে হইতে আসামী ১। মোঃ আব্দুল হামিদ (৪৮), পিতা- মৃত ইসমাইল সরদার, সাং- ঝাউডাঙ্গা, ২। মোঃ সবুর (৪৮), পিতাঃ মৃত করিম সরদার, সাং-কাটিয়া মধ্যেপাড়া, ৩। মোঃ আরিজুল ইসলাম (৩৮), পিতাঃ মোঃ ইয়াকুব আলী, সাং-কামালনগর, সর্বথানা ও জেলা- সাতক্ষীরাগণকে ১। দেশীয় তৈরী মদ- ৩৯ লিটার, ২। মাদক বিক্রিত নগদ-৬,৮১০/- টাকা, ৩। মটরসাইকেল-০১ টি, ৪।
মোবাইল ফোন-০৫টি, ৫। সীম কার্ড- ০৭টি, ৬। মেমোরী কার্ড-০১ টি সহ হাতে নাতে গ্রেফতার করিতে সক্ষম হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মামলা নং-৯০, তারিখঃ ২৮/০৩/২০২০ খ্রিঃ।