২৫ হাজার দিনমজুরের দায়িত্ব নিলেন সালমান খান
পুরো ভারত লকডাউন ঘোষণার পর কোয়ারেন্টাইনে রয়েছে বলিউড! কারো হাতো কোনো কাজ নেই। নেই নতুন ছবির মুক্তিও। এই পরিস্থিতিতে প্রায় ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব একাই নিজের কাঁধে তুলে নিয়েছেন বলিউডের ভাইজান সালমান খান।
বর্তমান পরিস্থিতিত বড়সড় ক্ষতির মুখোমুখি হতে হবে বলিউডকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবেন জুনিয়র টেকনিশিয়ানরা। যারা কি-না সিনেমার সেটে দিনরাত খেটে পরিচালকের ভাবনাকে পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেন। আর তাই সেসব স্পটবয়, সেটের দিনমজুরদের সমস্যার কথা চিন্তা করে এগিয়ে এসেছেন সালমান খান।
এই অবশ্য প্রথম নয়! সালমান যে নানারকম সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত সেকথা কম-বেশি সবারই জানা। সালমানের ‘বিইং হিউম্যান’ সংস্থাও বহু দুস্থদের পড়াশোনা, ওষুধের দায়িত্ব নিয়েছে। এবার করোনার জেরে আবারও তিনি প্রমাণ করে দিলেন কেন তিনি বলিউডের ‘ভাইজান’!