সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে মানসিক ভারসাম্যহীনদের খাবার ও সুপেয় পানি বিতরণ
বিশ্বব্যাপী করোনা ভাইরাস একটি মূর্তিমান আতঙ্কের নাম। যে আতঙ্কের কারণে মানুষ ঘর থেকে বাইরে বের হতে ভয় পাচ্ছে। সাধারণ মানুষ জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে না আসতে পারে, সে জন্য সরকার কঠিন পদক্ষেপ হাতে নিয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে হোটেল রেস্টুরেন্ট চায়ের দোকান সহ প্রায় সব দোকান। যার ফলশ্রুতিতে বিভিন্ন বাজারের উপর নির্ভরশীল থাকা মানসিক ভারসাম্যহীন কিছু মানুষ না খেয়ে মরার উপক্রম হয়েছে।
সুন্দরবন প্রেসক্লাব ও মুন্সীগঞ্জ মোটরসাইকেল মালিক সমিতির উদ্যোগে স্থানীয় কিছু জনপ্রতিনিধিদের সহযোগিতায় আজ ২৮শে মার্চ দুপুর থেকে মুন্সিগঞ্জ, কলবাড়ি, নীলডুমুর, মাসুদমোড়সহ বিভিন্ন জায়গায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব চত্বরে রান্না করা খিচুড়ি ও সুপেয় পানি প্রদান করা হয়। আগামীকাল থেকে এটি আরো প্রসারিত করে হরিনগর জেলেখালি ও গ্যারেজ বাজার এই সেবার আওতায় আনা হবে।
এ কার্যক্রম করোনা ভাইরাস স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে। এই কার্যক্রমে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন মুন্সিগঞ্জ মোটরসাইকেল সমিতির জহিরুল ইসলাম, শাহাদাত, মোজাম ও সুন্দরবন প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ। সুন্দরবন প্রেসক্লাবের এমন উদ্যোগের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করছে।
Please follow and like us: