সৃজিতের লেখা গান গাইলেন মিথিলা
সকালের আলো মেখে চার চাকা পায়ে, কবে দূর, যাবে আবার! বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়, খুঁজে সুর, পাবে আবার ! সেই হারানো চড়ুইয়ের ডাক, বলে যে গেছে সে চলে যাক! গানটি মৈনাক ভৌমিকের ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’-এর জন্য লিখেছিলেন সৃজিত মুখার্জি। নীল দত্তের সুরে গানটি গেয়েছিলেন সোমলতা আচার্য। এবার এই গানই শোনা গেল সৃজিতের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
করোনা ঠেকাতে আপাতত ভিন দেশের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ রেখেছে সরকার। আর সে কারণেই আনুষ্ঠানিক বিয়ের পর থেকে একে অপরের থেকে আলাদাই থাকতে হচ্ছে সৃজিত-মিথিলাকে। সৃজিত রয়েছেন কলকাতায়, আর মিথিলা তার ঢাকার বাড়িতে রয়েছেন।
করোনার কারণে কাছে আসার উপায় নেই। দেখা ও কথার জন্য ভিডিও কলই ভরসা।
সৃজিকের লেখা গান মিথিলার গলায় শুনতে >>>এখানে<<< ক্লিক করুন।
Please follow and like us: