করোনায় একদিনেই আক্রান্ত এক লাখ; হু হু করে বাড়ছেই
মহামারি করোনাভাইরাসের দাপট কিছুতেই কমছে না। দিন দিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯৭ হাজার ২৫০ জনে। ১৯৯টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাস প্রতিবেদনটি লেখা পর্যন্ত ২৭ হাজার ৩৪৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছিল গতকাল। এ সংখ্যা বেড়ে শনিবার সকালে প্রায় ছয় লাখে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ৪ হাজার ২২৬ জন সংক্রমিত হয়েছে এতে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৫ জনের। আক্রান্তের দিক থেকে এরপরই ইতালির অবস্থান। দেশটিতে ৮৬ হাজার ৪৯৮ জন করোনায় আক্রান্ত ও ৯ হাজার ১৩৪ জন মৃত।
করোনার মূলকেন্দ্র চীনের অবস্থান তৃতীয়। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে দেশটির মোট মৃতের সংখ্যা ৩ হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৩৯৪ জন। এছাড়া স্পেনে আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৭১৯জন ও জার্মানিতে ৫০ হাজার ৮৭১জন।
অপরদিকে বাংলাদেশেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। দেশে এখন পর্যন্ত ৪৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের পাশাপাশি প্রাণ গেছে পাঁচজনের। এছাড়া কোয়ারেন্টাইনে আছেন আরো অনেকে। যাদের মধ্যে অধিকাংশই বিদেশফেরত।