কালিগঞ্জ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে হালখাতা;ত্রিশ হাজার টাকা জরিমানা
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকতে বাসায় থাকো এই প্রচারণা যখন তুঙ্গে, ঠিক তখনি কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে জমজমাট হালখাতা। ভ্রাম্যমান আদালতে নগদ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে মৈসার্স আজিজ ট্রেডিংয়ের মালিক রফিকুল ইসলামকে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার(ভুমি) সিফাত উদ্দিন ও সঙ্গীয় পুলিশ ফোর্স।
জানাগেছে, উপজেলা মোড় সংলগ্নে মৈসার্স আব্দুল আজিজ মোল্লা ট্রেডিংয়ের আয়োজনে বুধবার ও বৃহস্পতিবার শুভ হালখাতা চলছিল। রং বেরঙের আলোক স্বজ্জায় আলোকিত করে যাকজমক পরিবেশে হালখাতা চলছিল। তখন গোটা নাজিমগঞ্জ বাজারের শতশত দোকান মালিক প্রশাসনের নির্দেশনা মেনে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে। অথচ তিনি দিব্বি হালখাতা চালিয়ে যাচ্ছিলেন রড,সিমেন্টের দোকানে।
Please follow and like us: