ডুমুরিয়ায় করোনা আতঙ্কে সরকারী নির্দেশনায় সর্বত্র দোকান পাট বন্ধ
করোনা প্রতিরোধে সাময়িক কিছু দিন কষ্ট মানতে ডুমুরিয়া নির্বাহী অফিসারের ডাকে ডুমুরিয়া বাসি সাড়া দিয়েছেন ব্যবসায়ী । তারা দোকান পাট বন্ধ করে বাড়ি চলে যান। ডুমুরিয়ার সর্বত্র বাজার মনিটরিং করছে ব্যাসায়িদের সাময়িক কষ্ট করে বাড়িতে থাকার পরামর্শ প্রদান করে ডুমুরিয়া এলাকায় মাইকিং করেন।
করোনা আতঙ্কে সরকারি নির্দেশনা মানতে ডুমুরিয়ার সকল হাট বাজার দোকান বন্দ করার জন্য মাইকিং করা হয়। এবং মাইকিং করা মাত্রই সকল দোকানপাট বন্দ করে দেয় ব্যবসায়ীরা।খোলা থাকনে বাজারের ডাক্তার,ঔষধ,চাল,ডাল, মুদি দোকান সহ কাঁচাবাজার খোলা থাকবে।
এই পরিস্থিতিতে সরকারী আইন মেনে চলতে হবে।
ডুমুরিয়ার সকল বাজারে সকাল ১০ টায় বাজারে লোকের জমজমাট দেখা যায়নি । এ দিকে চায়ের দোকানেও তেমন লোক নেই বললেই চলে। সাথে সাথে সকলকে সরকারী আইন মেনে চলার জন্য সকলে বলা হয়। যার যার ঘরে থাকব করোনা ভাইরাস প্রতিরোধ করব।
এটাই হোক প্রতিরোধের লড়াই। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দোকান খোলা থাকবে, ঔষধের ফার্মেসী, চাল,ডাল,মুদি দোকান খোলা থাকবে। এ ছড়া বাকি সব দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এটাকে মেনে নিয়েছে।