সাতক্ষীরায় এসএসসি ফলপ্রত্যাশী ছাত্রীর আত্মহত্যা
পরিবারের উপর অভিমান করে এসএসসি’র ফল প্রত্যাশী এক ছাত্রী গলায় ওড়ান পেচিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের বাউলডাঙা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের নাম টুম্পা খাতুন (১৬)। সে সাতক্ষীরা সদর উপজেলার বাউলডাঙা গ্রামের ফটিক ঢালীর মেয়ে।
বাউলডাঙা গ্রামের তামান্না খাতুন জানান, তার বোন টুম্পা এবার এসএসসি পরীক্ষায় ফল প্রত্যাশী।
স্থানীয় একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে বাবা ও মা তাকে বকাবকি করে।
একপর্যায়ে টুম্পা তার নিজের হাত ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করে। একপর্যায়ে সকলের অজান্তে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মো” আসাদুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।