করোনা ভাইরাস প্রতিরোধে সঠিকভাবে স্বাস্থ্য বিধি মেনে সচেতন হলেই প্রতিরোধ সম্ভব- জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসাধারণের মাঝে বিভিন্ন সামগ্রী ও সতর্কীকরণ লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে বিভিন্ন সামগ্রী ও সতর্কীকরণ লিফলেট বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন,‘জেলার নিন্মবিত্ত অসহায় মানুষদের করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলা পরিষদ পাশে দাঁড়িয়েছে। এই ভাইরাসের কোন প্রতিষেধক নেই। করোনা ভাইরাস প্রতিরোধে সঠিকভাবে স্বাস্থ্য বিধি মেনে সাবধানতা অবলম্বন করে সচেতন হলেই প্রতিরোধ সম্ভব। করোনা ভাইরাস প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।’
এসময় সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে মাক্স, ডেটল সাবান ও করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কীকরণ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. ছাদেকুর রহমান, জেলা পরিষদের সদস্য মো. আল-ফেরদাউস আলফা, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।