কলারোয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক
সাতক্ষীরার কলারোয়া র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-৬)এর অভিযানে মো. আফতাবুজ্জামান(২০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।এসময় তার কাছ থেকে ২শ ৩০পিস ইয়াবা নগত টাকা ও মোবাইল ফোনসিম জব্দ করে র্যাব-৬ এর সদস্যরা।আটক আফতাব কলারোয়া উপজেলার বাগাডাঙ্গা গ্রামের মৃত.একরামুল ইসলামের ছেলে।
রবিবার( ২২ মার্চ)মধ্য রাতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করে।
র্যাব-৬ সাতক্ষীরা (সিপিসি-১)এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন জানাম,তার নেতৃত্বে র্যাব একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামস্থ মো. শফিকুল ইসলাম এর বাড়ীর পিছনে পাঁকা রাস্তার উপর থেকে মো. আফতাবুজ্জামান (২০)কে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ২৩০ পিস ইয়াবা,মোবাইল ফোন-০১টি,সীম কার্ড- ০২টি,মেমরী কার্ড- ০১টি এবংনগদ-১২০/- টাকা জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়।মামলা নং-২৪, তারিখ- ২২/০৩/২০২০ ।