কিশোরগঞ্জে ইতালি ফেরত এক প্রবাসীর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত এক প্রবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব বুলবুল আহমেদ।
রোববার রাত ১০টার দিকে এই প্রবাসীর (৬০) মৃত্যু হয়। ২৬ ফেব্রয়ারি তিনি দেশে আসেন। দেশে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পর্যায়ক্রমে দুটি বেসরকারি হাসপাতাল আবেদিন জেনারেল হাসপাতাল ও ডক্টরস চেম্বারে তাকে চিকিৎসা দেয়া হয়।
চিকিৎসা নেয়া দুটি বেসরকারি হাসপাতাল ও আশপাশের ১০টি বাড়িতে চলাচল সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও লুবানা ফারজানা।
তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না জানতে নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর।
Please follow and like us: