বিশ্বজুড়ে করোনায় ১৪ হাজার ৬১৩ জনের মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিনিয়তই বাড়ছে মৃত্যুর মিছিল। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ১৪ হাজার ৬১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৩৬ হাজার ৭৫ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ হাজার ৬৩৬ জন।
ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী, উৎপত্তিস্থল চীন ছাড়াও বিশ্বের মোট ১৯২ দেশ ও অঞ্চলে মরণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। এছাড়া স্পেন, ইরান, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের এ সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। এমন অবস্থায় বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতে রোববার একদিনে মৃত্যু হয়েছে ৬৫১ জনের, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৬ জনে। নতুন করে ৫ হাজার ৫৬০ জন আক্রান্ত হয়ে এ দাঁড়িয়েছে ৫৯ হাজার ১৩৮ জন।
মৃতের হিসেবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে উঠে এসেছে স্পেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৭৬ মৃত্যু হয়ে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৬ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১০৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬০৩ জনে।
এরপর তালিকার রয়েছে ইরান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৯ জন আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশটিতে ১ হাজার ৬৮৬ জনের মৃত্যু হলো। আর নতুন করে ১ হাজার ২৮ জন আক্রন্ত হয়ে এ দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৮ জনে।
এদিকে ফ্রান্সে ও যুক্তরাষ্ট্রে হঠাৎ মৃতের সংখ্যা বেড়ে উঠেছে। রোববার ফ্রান্সে একদিনে ১১২ জনের মারা গেছেন। এ নিয়ে দেশটি এ রোগে ৬৭৪ জন মারা গেলেন এবং নতুন করে ১৫৬০ জন আক্রান্ত হয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬ জনে।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১১২ জন মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। একদিনে এটিই যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। যুক্তরাষ্ট্রে এখন করোনায় মৃত্যুর সংখ্যা ৪১৪ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৩৫৬ জনে।
দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ১০৪ জন মারা গেছেন। তবে দেশটিতে আক্রান্তের সংখ্যা কমেছে, এদিন নতুন করে মাত্র ৯৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮৯৭ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত ২৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের পাশাপাশি প্রাণ গেছে দুইজনের। ৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ফলে এ আক্রান্তের সংখ্যা নেমে নেমে এখন ২০ জনে। এছাড়াও ৪০ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে।