সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি পদে এড. শাহ আলম ও সাধারন সম্পাদক পদে এড. তোজাম বিজয়ী
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উৎসব মূখর পরিবেশে বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি পদে বারের বর্তমান সভাপতি এড. এম শাহ আলম ২০২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. আব্দুল মজিদ পেয়েছেন ১২২ ভোট এবং অপর সভাপতি প্রার্থী পিপি এড. আব্দুল লতিফ পেয়েছেন ১০৬ ভোট। সাধারণ সম্পাদক পদে বারের বর্তমান সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম ১৯৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. আ ক ম রেজওয়ান উল্যাহ সবুজ পেয়েছেন ১৯০ ভোট এবং অপর সাধারণ সম্পাদক প্রার্থী এড. মো: ইউনুছ আলী পেয়েছেন মাত্র ৩৯ ভোট।
অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে এড. মো: গোলাম মোস্তফা ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে এড. মোঃ মোস্তফা জামান ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে এড. মোঃ আকবর আলী ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সম্পাদক লাইব্রেরী পদে এড. সিরাজুল ইসলাম ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ- সম্পাদক ক্রীড়া পদে এড. মোঃ সালাহ উদ্দীন ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্যদের ৩টি যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, এড. মোঃ তারিক ইকবাল অপু, এড. মোঃ সাহেদুজ্জামান সাহেদ এবং এড. মোঃ রফিকুল ইসলাম রফিক। তবে সহ-সম্পাদক মহিলা পদে এড. ইয়াসমিন সুলতানা আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা সমর্থিত প্যানেল সহ-সভাপতি ও সদস্যসহ ৩ টি পদে জয়লাভ করেছেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা শাখা সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ-সম্পাদক লাইব্রেরী এবং সদস্যেসহ ৫ টি পদে জয়লাভ করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে এড. শাহ আলম ও আইনজীবি ফোরামের বিদ্রোহী প্রার্থী এড. মো: সালাহ উদ্দীন সহ- সম্পাদক ক্রীড়া পদে জয়লাভ করেছেন। এবারের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন, এড. মো: গোলাম মোস্তফা (১)।