পেছাল কোপা আমেরিকাও
ক্লাব ফুটবলের বিভিন্ন লিগ ও টুর্নামেন্ট স্থগিত হয়েছে আগেই। এছাড়া পিছিয়েছে বিশ্বকাপ বাছাইপর্ব ও ইউরো চ্যাম্পিয়নশিপের মতো আসর। বাকি ছিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। করোনাভাইরাসের ফলে এক বছর পেছানো হয়েছে কনমেবল অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় এ আসর।
চলতি বছরের ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত আর্জেন্টিনা ও কলম্বিয়ায় যৌথভাবে এবারের টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। এবারের আসরে অংশগ্রহণ করতো ১২টি দল। তবে পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী বছরের ১১ জুন থেকে ১১ জুলাই হবে কোপা আমেরিকার এই আসর।
টুর্নামেন্ট পেছানোর ব্যাপারটি নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের প্রধান আলেহান্দ্রো ডমিঙ্গুয়েজ বলেছেন, ‘এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। বারবার ভাইরাসের বিবর্তন এড়াতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এরই মধ্যে করোনাভাইরাসের কারণে ঘরোয়া ফুটবলের সমস্ত আয়োজন স্থগিত করেছে ব্রাজিল। পাশাপাশি কাতার বিশ্বকাপের জন্য কনমেবল অঞ্চলের বাছাইপর্বের ম্যাচগুলোও স্থগিত করেছে ফিফা।