বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতিপাঠাগার সাতক্ষীরার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজববর্ষ ২০২০ উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতিপাঠাগার সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে কোরআন খতম, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা দারুল উলুম মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত দোয়া ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতিপাঠাগার সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক কালেরচিত্রে সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতিপাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম বাদশা মিয়া, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাক শেখ মারুফ হোসেন, প্রচার সম্পাদক জিল্লুর রহমান এবং জাহানুর রহমান সাগর। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আব্দুল হামিদ খোকন, আলমগীর হোসেন খোকা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অসীম কুমার রজক, মোঃ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবদুস সেলিম, আব্দুস সামাদ, হারুন-অর-রশিদ, আব্দুল কুদ্দুস ও শ্রী বিশ্বজিৎ কুমার সরকার, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান সোহাগ, আবুল-কালাম-আজাদ, পীযূষ সরকার, জিএম শরিফুল ইসলাম, শ্রী প্রশান্ত কুমার, শ্রী কুমারেশ কুমার, ডাক্তার প্রকাশ রায়, আব্দুর রউফ, পৌর কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম, সদর থানা কমিটির সভাপতি মোহাম্মদ রেজা ও সাধারণ সম্পাদক শ্রী প্রান্ত দত্ত ও সাংগঠনিক সম্পাদক শ্রী দীপঙ্কর সরকার, জেলার সদস্য মোঃ আলমগীর হোসেন, মোঃ মিজানুর রহমান, মোহাম্মদ সেলিম গাজীসহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাওঃ আব্দুল করিম।