আশাশুনির কুল্যায় বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একব্যক্তির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সোমবার দুপুর ১২ টার দিকে কুল্যার আরার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আরার গ্রামের মৃত যোগেন্দ্র নাথ দাশের পুত্র মনোরঞ্জন দাশ ওরফে খোকন (৫০) সোমবার বাড়িতে নিজের শিরিষ চটগা গাছের ডাল কাটছিলেন। গাছের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের ১১০০ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন লাইন রয়েছে।
অসতর্কতা বশত কেটে দেওয়া ডাল বিদ্যুৎ লাইনের উপর গিয়ে পড়লে ডাল বিদ্যুতায়িত হলে মনোরঞ্জনও বিদ্যুতায়িত হয়ে ডালের সাথে ঝুলতে থাকেন। এসময় তার স্ত্রী ও বউমা চিৎকার শুরু করলে পাশের লোকজন ঘটনাস্থানে গিয়ে দিশেহারা হয়ে পড়েন। পরে বিদ্যুৎ অফিসে মোবাইল করলে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়। ততক্ষণে তার মৃত্যু ঘটে। বর পেয়ে এসআই হাসানুজ্জামান দুপুর ২ টার দিকে ঘটনাস্থান পৌঁছে সুরোতহাল রিপোর্ট শেষে লাশ সদকারের অনুমতি প্রদান করেন।