কেশবপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত সর্বসম্মতিক্রমে নৌকার প্রার্থী শাহীন চাকলাদারের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ
কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভায় সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহীন চাকলাদারের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেশবপুর মধুশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেনের পরিচালনায় মাধ্যমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি পাঁচারই টি.এস. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোন্তাজ উদ্দীন, সহ-সভাপতি ভাল্যুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্ত,
সহ-সাধারণ সম্পাদক বুড়িহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলী, সহ-সাধারণ সম্পাদক বায়সা-শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, রাজনগর বি.এম. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার ব্রম্ম, পাঁজিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, গৌরীঘোনা ভদ্রাপল্লী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, সাগরদত্তকাটি এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের উপ-নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারের পক্ষে প্রচার প্রচারণা চালানানো, বিভিন্ন স্থানে পথসভা করা, প্রচারপত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।