২৪ ঘণ্টায় ইতালিতে করোনায় আরো ৩৬৮ জনের মৃত্যু
করোনাভাইরাসে ইতালিতে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৮০৯ জনের।
রোববার দেশটির সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান এঞ্জেলো বোরেল্লির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। নতুন করে তিন হাজার ৫৯০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটিতে এ ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭৪৭ জন।
এ রোগে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৪৫৫ জন।
২০১৯ সালের নভেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে প্রথম সংক্রমিত হওয়া করোনাভাইরাস এরইমধ্যে বিশ্বের ১৫৬টি দেশে ছড়িয়ে পড়েছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এক লাখ ৬৭ হাজার পাঁচশ ৬৯ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় হাজার চারশ ৫৫ জনের।
Please follow and like us: