পলিটেকনিক ইনস্টিটিউটে আইটি প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শনকালে অধ্যক্ষ মাকছুদুর রহমান: অনলাইনে ফ্রিল্যান্সিং করার দক্ষ হিসেবে গড়ে তোলা হবে
সাতক্ষীরায় ১৪শ জন শিক্ষিত যুবক-যুবমহিলাদের ফ্রি আইটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। প্রশিক্ষণে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইনসহ আউটসোর্সিং এর কাজ শিখানো হচ্ছে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন আবশ্যকীয় হয়ে পড়েছে। বিশ্ববাজারে টিকে থাকতে হলে তরুণদের তথ্য-প্রযুক্তিগত জ্ঞান অর্জন করা আবশ্যক। ডিজিটাল সাতক্ষীরা গড়তে হলে আইটি প্রশিক্ষণগুলোতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অগ্রধিকার এবং তথ্য প্রযুক্তি সামগ্রীর সহায়তা দাবী তরুণদের। আগামী দিনে সাতক্ষীরা জেলা মডেল হিসেবে রুপ নিবে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ পরিদর্শনকালে অধ্যক্ষ প্রকৌশলী মাকছুদুর রহমান বলেন, ‘আইটি প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সিং কাজ করার দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। এসময় শিক্ষার্থীদের আইটি সাপোর্ট এবং প্রশিক্ষণের সামগ্রিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।’
ট্রেইনার জাফর শেখ বলেন, ‘গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়ার্ড প্রেস, এসইও, মার্কেটিংসহ বিভিন্ন বিষয়ে কাজ শেখানো হবে। প্রশিক্ষণ শেষে আউটসোর্সিং এর মাধ্যমে ঘরে বসে আয় করার উপযোগী হিসেবে গড়ে তোলা হবে, এটা আমাদের চ্যালেঞ্জ। এজন্য সবাইকে মনোযোগ দিয়ে প্রশিক্ষণটি গ্রহণের অনুরোধ জানান তিনি।’