করোনা ভাইরাস মোকাবেলায় নবারুণ স্কুলে’র শিক্ষার্থীদের সচেতন
প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টি শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজেশন ব্যাবহার ও টিস্যু দিয়ে মাস্ক তৈরি করা শেখানো হয়েছে। শনিবার (১৪ মার্চ) নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি জাহিদা জাহান মৌ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবরুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী।
এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সহ-সভাপতি মো. হোসেন, সহ-সভাপতি মরিয়ম খাতুন, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম হোসেন, অর্থ সম্পাদক কর্ণ কেডি, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, দৃষ্টি কুন্ডু প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের টিস্যু দিয়ে মাস্ক তৈরি ও ব্যবহারের পদ্ধতি শেখান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শেখ শরীফ হাসান।