শ্যামনগরে ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শনে উচ্চ পর্যায়ের বিশেষায়িত দল
ফ্রেন্ডশিপ হাসপাতাল এ অঞলের প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্যান্য স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি আরও উন্নত ও ২৪ ঘন্টা সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়োগসহ নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ এর প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর রুনা খান এবং ফ্র্রেন্ডশিপ লুক্সেমবার্গ এর চেয়ারম্যান মার্ক এলভিন্জার সহ আট সদস্যের উচ্চ পর্যায়ের বিশেষায়িত দল সংক্ষিপ্ত সফরে ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শনে আসেন। বেলা দেড়টার দুইটি হেলিকপ্টার যোগে তাঁরা আসেন। যার মধ্যে একটি হাসপাতাল চত্বরে এবং অন্যাটি ইসমাইলপুর মাঠে অবতরণ করে। উচ্চ পর্যায়ের বিশেষায়িত দল হাসপাতাল পরিদর্শন করেন এবং পরিস্কার পরিচ্ছন্নতা ও কর্মপরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। রোগীদের সেবার মান উন্নয়নে আরও মনযোগী হওয়ার জন্য হাসপাতাল পরিচালক ডাঃ লেঃ কর্ণেল মোঃ মোজাহেদুল হক (অবঃ) কে অনুরোধ করেন। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের সাধারণ জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদানে আর কি কি ব্যবস্থা নেওয়া যায় এ ব্যাপারে বিশদ পরিকল্পনা প্রণয়ন করে অবহিত করার জন্য বলেন।
হাসপাতালের প্রচার ও প্রচারণা আরও জোরদার করার পরামর্শ প্রদান করেন যাতে সাধারণ জনগোষ্ঠী স্বল্প খরচে সুচিকিৎসা লাভে সমর্থ হয়। পরিদর্শন বিষয়ে পরিচালক ডাঃ লেঃ কর্ণেল মোঃ মোজাহেদুল হক (অবঃ) জানান, এটা নিয়মিত প্রক্রিয়া। আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দান। এ প্রক্রিয়া যেন ব্যহত না হয় মূলত তা দেখতেই এবং উন্নয়ন কার্যক্রম তরান্বিত করতেই এমন পরিদর্শন কার্যক্রম চলে। তিনি আরও বলেন, আমাদের হাসপাতালে প্রতি নিয়তই বিভিন্ন চিকিৎসক দল এসে থাকে যেমন গত দু’সপ্তাহ যাবত বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জারী দল ঠোঁটকাটা-তালুকাটা, পোড়া ও জোড়া, পলিডাক্টাইল, কিলয়েড, টিউমারসহ অন্যান্য প্রায় ৩৩ জন রোগীকে প্লাস্টিক সার্জারী চিকিৎসা প্রদান করেন। বিশেষজ্ঞ ফিজিওথেরাপি ডাক্তার একই সময়ে এতদ অ লের স্ট্রোক, প্যারালাইসিস, কোমড়ে ব্যথাসহ নানাবিধ ব্যথারোগের চিকিৎসা দিয়েছেন।
কার্ডিওলজি বা হৃদরোগ বিশেষজ্ঞ (হার্টের ডাক্তার) গত ৮ মার্চ থেকে রোগী দেখছেন এবং দেখবেন এ মাসের শেষ অবধি। একই ধারায় আগামী সপ্তাহে (১৫ থেকে ২১ মার্চ) শিশু বিশেষজ্ঞ ও (১৬ থেকে ২২ মার্চ) গাইনী বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করবেন। এছাড়া (১৯ থেকে ২৯ মার্চ) ভিসেরাল সার্জারী দল নানাবিধ ভিসেরাল সার্জারী করবেন। প্রতি মাসেই কোন না কোন বিশেষজ্ঞ দল থাকছেই। এ অঞ্চলের সাধারণ মানুষ সুচিকিৎসা লাভ করুক, সুস্থভাবে জীবন ধারণ করুক। পরিদর্শন শেষে বিকাল ৪ টায় তাঁরা ফিরে যান।