সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির চেক প্রদান
সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে ভাতার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমিতির জেলা সভাপতি এনামুল হক।
বাংলাদেশ শিক্ষক সমিতির(নজরুল) সাতক্ষীরার সদস্য সচিব অরূপ কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ কুমার দে, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার, সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি সুকৃতি কুমার রায় প্রমুখ। এসময় ৩৬ জন শিক্ষকদের মধ্যে ২৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
Please follow and like us: