আশাশুনিতে পুলিশী অভিযানে গ্রেফতার ৮
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ আসামীকে গ্রেফতার করেছে। বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ আবদুস সালামের নেতৃত্বে এএসআই মোকাদ্দেস হোসেন অভিযান চালিয়ে কদমদহা গ্রামের হাতেম সরদারের ছেলে হাফিজুলকে গ্রেফতার করে। এএসআই দেবাশিষ মন্ডল কামালকাটি গ্রামের লক্ষণ বিশ্বাসের ছেলে শ্যাম বিশ্বাসকে, এএসআই কায়ছারুল ইসলাম ৫০ গ্রাম গাঁজাসহ গদাইপুর গ্রামের মুন্সি আব্দুর গফুর সানার ছেলে নজরুল ইসলাম লাল্টুকে গ্রেফতার করে।
অপরদিকে এসআই মোস্তাফিজুর রহমান নিয়মিত ০৭(৩)২০২০ এর আসামী উজিরপুর গ্রামের মুনছুর আলীর ছেলে নাজমুল হোসেনকে, এসআই মামুন হোসেন ওয়ারেন্টের আসামী সুভদ্রাকাটি গ্রামের মোসলেম সানার ছেলের আসাদুল হোসেনকে, এসআই মামুন হোসেন আশাশুনি থানা মামলানং ১৫ ও জিআর-৩৩৪/১৯ এর আসামী কুল্যা গ্রামের আনসার আলী মল্লিকের ছেলে ফারুক হোসেন ও লুৎফর সরদারের ছেলে রুবেলকে এবং ধুলিহর গ্রামের মহব্বত আলী কারিগরের ছেলে পারভেজকে গ্রেফতার করে।