ডুমুরিয়ায় আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত
ডুমুরিয়ার চুকনগর বাজারে এলাকার চুরি রোধে ও আইন শৃংখলার উন্নতির লক্ষে এক আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার সন্ধ্যায় ডুমুরিয়া থানা পুলিশের উদ্দ্যোগে চুকনগর বাজার কাপড়িয়া চাঁদনিতে অনুষ্টিত উক্ত সভা অনুষ্ঠিত হয়।
৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়ের সভাপতিত্বে সভায় মূখ্য আলোচনা প্রদান করেন ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম (বিপ্লব)।
সভায় অন্যান্নদের মধ্যো বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, চুকনগর বাজার কমিটির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দিন, যুবলীগ নেতা গোবিন্দ ঘোষ, প্রভাষক জি এম ফারুক হোসেন, সরদার শরিফুল ইসলাম, সদর ওয়ার্ডের ইউপি সদস্য বি এম হাবিবুর রহমান হবি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জয়দেব আঢ্য, কৃঞ্চ নন্দী, গাজী নজরুল ইসলাম, অরুন নন্দী, চুকনগর প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমীন প্রমূখ। সভায় বক্তারা চুকনগর বাজারের চুরি রোধে বিভিন্ন রকম পরামর্শ প্রদান করেন এবং দ্রুত চুকনগর বাজার কমিটির নির্বাচনের দাবি জানান।
Please follow and like us: