জনকণ্ঠ নিউজের উদ্যোগে সাতক্ষীরা টিটিসিতে অনুষ্ঠিত হলো মুজিব বর্ষে আমাদের ভাবনা ও কুইজ প্রতিযোগিতা
“শতবর্ষের সাক্ষী তুমি হে মহান
জন্ম তোমার ইতিহাস হবে
দেশ হবে মহীয়ান
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান….”
বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০২০-২০২১ সাল কে মুজিববর্ষ হিসাবে ঘোষণা করেছেন । তারই ধারাবাহিকতায় আজ ১১ মার্চ বাংলাদেশের জনপ্রিয় জনকণ্ঠ নিউজের উদ্যোগে মোঃ সাইদুজ্জামান শুভোর আয়োজনে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে অনুষ্ঠিত হয়ে গেলো মুজিব বর্ষে আমাদের ভাবনা ও কুইজ প্রতিযোগিতা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ মুছাবেরুজ্জামান, আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির সহকারী ইনেস্কটর মোঃ আনারুল ইসলাম।
জব প্লেসমেন্ট অফিসার মোঃ আরিফুর ইসলাম, সহ আরও অনেকে প্রধান অতিথি বক্তব্যে মোঃ মুছাবেরুজ্জামান বলেন এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য জনকণ্ঠ নিউজ কে সর্বপ্রথম ধন্যবাদ জানায়,, সেই সাথে সরকার সরকার ২০২০/২০২১ সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছেন, তারই ধারাবাহিকতায় আজ এত সুন্দর অনুষ্ঠানে আমি থাকতে পেরে খুব ভালো খুব ভালো লাগছে, এবং এ রকম অনুষ্ঠান যেন ভবিষ্যতে আরও অব্যাহত থাকে সে আশাবাদ ব্যক্ত করেন। এই ক্যুইজ প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে হচ্ছে জ্ঞান বাড়বে। এবং এটা খুব ভালো একটা উদ্যোগ বলে মনে করেন এবং জনকষ্ঠ নিউজ কে ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ ক্বারী মোঃ মাহবুবুর রহমান, পেশ ইমাম মিঠাবাড়ী শেখ পাড়া জামে মসজিদ। গীতা পাঠ করেন জাপানি কেয়ারের গিভারের ছাত্রী ঝুমুর বিশ্বাস। সেই সাথে কবিতায় বিজয়ী হন হুমায়ারা ইয়াসমিন। উপস্থিত বক্তৃতার বিজয়ী হন জাপানি ল্যাংগুয়েজ ট্রেডের হাবিবউল্লাহ ও জাপানি কেয়ার গিভার ট্রেডের ডেউজি ও এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন জাপানি কেয়ার গিভার ট্রেডের শিক্ষার্থীবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি সিনিয়র ইন্সপেক্টর মোঃ আনারুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক মোঃ মামুন হোসেন ও সাংবাদিক মোঃ সাইদুজ্জামান শুভ (জনকণ্ঠ নিউজ) সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি সকল ছাত্র-ছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমগ্র অনুষ্ঠানটি খুব সুন্দর ভাবে সফল হয়।