করোনাভাইরাসে মৃত্যু ৪২৮৪, সুস্থ ৬৫ হাজার
করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ২৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র ইতালিতেই গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬৮ জন।
বুধবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৯৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ হাজার সাতশ ৬৫ জন। খবর রয়টার্সের
ইতোমধ্যে বিশ্বের ১১১টি দেশ ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৫৪ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৩৬ জনের।
চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাস প্রথম দেখা দেয়। পরে চীনের অন্যান্য প্রদেশ এবং বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে।
চীনের বাইরে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৬৩১ জনের।
ইতালি থেকে পুরো ইউরোপ এবং আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে এ ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে আগেই পৌঁছেছে করোনাভাইরাস। এর মধ্যে ভারতে এ ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি ধরা পড়েছে। বাংলাদেশে সংক্রমণ ধরা পড়ে গত রোববার।