ক্যান্সার আক্রান্ত শরফুদ্দীন বাঁচতে চায়
থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হতদরিদ্র সরফুদ্দীন শেখ বাঁচতে চায়। বিশেষজ্ঞ ডাক্তার জানিয়েছেন, ভারত থেকে উন্নত চিকিৎসা নিতে পারলে তিনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রায় ৫ লক্ষ টাকা যোগাড় করতে না পারায় সরফুদ্দীন শেখ দিন দিন মৃত্যুমুখে ধাবিত হচ্ছে। সরফুদ্দীন শেখ (৫৭) তালা উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াড়া (খড়েরডাংগা) গ্রামের মৃত বছির শেখ এর ছেলে।
প্রতিবেশী ইদ্রিস মোড়ল জানান, হতদরিদ্র সরফুদ্দীন শেখ চা দোকানীর মাধ্যমে জীবিকা নির্বাহ করতো। তার কোনও জমি জায়গা এবং পুত্র সন্তানও নেই। স্ত্রী ও ২মেয়ে সন্তান নিয়ে দরিদ্রতার মধ্যে তিনি সংসার চালান। কিন্তু এরিমধ্যে তার ক্যান্সার ধরা পড়ায় চিকিৎসার জন্য ঋণ-দেনা হয়েছেন। তার চিকিৎসার জন্য স্থানীয় দানশীল ব্যক্তিরা যথেষ্ট সহযোগিতা দিয়েছেন। বর্তমানে সরফুদ্দীন বিশেষজ্ঞ ডাক্তার সমীর কুমার দাশ’র নিকটে চিকিৎসাধীন রয়েছেন।
হতদরিদ্র সরফুদ্দীন শেখ জানান, ডাক্তারের পরামর্শ মতে ভারতে উন্নত চিকিৎসার জন্য তার ৫ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এই পরিমাণ টাকা তারপক্ষে যোগাড় করা সম্ভব নয়। ফলে দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে তিনি! স্ত্রী, সন্তানদের নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার আকুল ইচ্ছা নিয়ে সমাজের দানশীল মানুষদের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি। সরফুদ্দীনকে সহযোগিতার জন্য ০১৭৬২১১৪১৮৮ (বিকাশ) অথবা ০১৭৯৫৯৬৯৩৫৩ নং মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।