সরকারি কালভার্ট দখল করে পাকা অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ
শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফল কাটি পাইকের মোড়ে সরকারি কালভার্টের মুখ দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ। সরজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় ছবেদ আলী সরদারের ছেলে তাছের সরদার আইনের তোয়াক্কা না করে অবৈধ ভাবে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। নাম বলতে অনিচ্ছুক কয়েকজন ধান চাষি বলেন, এই কালভার্টে বংশীপুর, শ্রীফলকাটি, ধুমঘাট, তিন গ্রামের মোট দুই থেকে তিন হাজার বিঘা ধান চাষের জমির পানি নিষ্কাশনের একমাত্র পথ।
সেই পথ দখল করে এভাবে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। অবৈধ ভবন নির্মাণের কারণে সামনের বর্ষা মৌসুমেতে পানি নিষ্কাশন করতে না পারলে ধান চাষীদের ব্যাপক ক্ষতির মধ্যে পড়তে হবে। অবৈধ স্থাপনা নির্মাণ কারী তাছের সরদার বলেন, রেজিস্ট্রিকৃত জায়গায় আমি ঘর নির্মাণ করছি এটা আমার কেনা জায়গা। এ বিষয়ে ঈশ্বরীপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা সঞ্জয় রায়ের সাথে কথা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে যেয়ে কাজ বন্ধ করে দিয়েছি তাদের কাগজপত্র আনতে বলেছি কাগজপত্র দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে ধান চাষিরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছে।