সাতক্ষীরা টিটিসিতে চতুর্থ জব ফেয়ার উদ্বোধন ঘোষণা করলেন টিটিসি,অধ্যক্ষ মুছাবেরুজ্জামান
বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির আয়োজনে চতুর্থ জব ফেয়ারের শুভ উদ্বোধন ঘোষণা করলেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি অধ্যক্ষ মোঃ মুছাবেরুজ্জামান আজ ১০ মার্চ দুপুর ১২:০০ টা সময় তিনি এ জব ফেয়ারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির সিনিয়র ইন্সট্রাক্টর মোঃ আনারুল ইসলাম। সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জব প্লেসমেন্ট অফিসার মোঃ আরিফুর ইসলাম, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ,জব ফেয়ারে মোট ১৫ টি কোম্পানি অংশগ্রহণ করেন।
আর এফ এল কোম্পানি, ভিভো মোবাইল ফ্যাক্টারী, সাইমন টেকনোলজি, ডাস বাংলা ব্যাংক লিমিটেট, কাজী আবেদিন টেকনোলজি লিমিটেড, চায়না বাংলা গ্রুপ, সহ আরও অনেক কোম্পানি।এ সময় প্রধান অতিথি বক্তব্য সাতক্ষীরা জেলা পুলিশের ইন্সট্রাক্টর ও কাটিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, এ জব ফেয়ারের মাধ্যমে এখন যারা বেকার যুবক যুবতীরা আছে তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে।
তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে। অন্য কারও দারস্থ হওয়া লাগবে না। এবং তিনি এ জব ফেয়ারের প্রশংসা করেন। এ সময় জব ফেয়ার মজ্ঞে উপস্থিত সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির সকল ছাত্র ছাত্রী দের জব ফেয়ারের মাধ্যম কিভাবে আত্মকর্মসংস্থান করা য়ায়,,চাকরি সুযোগ তারা কি ভাবে পাবে এ সম্পর্কে আলোচনা করেন। সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি সকল ছাত্র ছাত্রী অংশ গ্রহণে মুখরিত হয়ে উঠে টিটিসি ক্যাম্পাস।