তালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ পালিত
“দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালায় মঙ্গলবার(১০ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ পালিত হয়েছে।
সকালে একটি র্যালী উপজেলা চত্তর হতে বের হয়ে উপশহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওতালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়েদুল হক এর ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজসেবা কর্মকর্তা শেখ আব্দুল আওয়াল, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপারভাইজার প্রভাস কুমার দাশ, তালা সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন, রির্পোটাসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, বন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,সমাজসেবা সুপারভাইজার মোঃ এনামুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মোঃ ওসমান আলী, মোঃ সাইফুল ইসলাম,পিআইও অফিসের কার্যসহকারী মোঃ খোরশেদ আলম, অফিস সহায়ক সোহেল রানাসহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।