বুরকিনা ফাসোতে বন্দুক হামলায় নিহত ৪৩
বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের দুটি গ্রামে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। রবিবার পশ্চিম আফ্রিকার দেশটিতে এই ভয়াবহ হামলার ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকারে করেনি।
সোমবার এক বিবৃতিতে বুরকিনা ফাসো সরকারের পক্ষ থেকে বলা হয়, ইয়াতেঙ্গা প্রদেশের দিঙ্গুইলা এবং বার্গা গ্রামে হামলাগুলো চালানো হয়। এই ঘটনায় ৪৩ জন মারা গেছেন।তবে বুরকিনা ফাসোর সরকারের পক্ষ থেকেও এই হামলার জন্য কাউকে দায়ী করা হয়নি।
বুর্কিনা ফাসোতে আদিবাসী ফুলানি সম্প্রদায়ের পক্ষ থেকেই গ্রামগুলোতে এমন হামলা চালানো হয়। এছাড়া ২০১৫ সাল থেকে আল কায়েদা ও আইএস সমর্থক যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে বুরকিনা ফাসো। গত জানুয়ারিতে উত্তরাঞ্চলীয় বুরকিনা ফাসোতে পৃথক দুই হামলায় ৩৬ ও ৩৯ জন নিহত হয়। এই সহিংসতার কারণে প্রায় পাঁচ লাখ মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।