সাতক্ষীরা র্যাবের হাতে এক কেজি গাঁজাসহ আটক-২
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, অবৈধ অস্ত্র গোলাবাররুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারক গ্রেফতার এবং প্রত্মসম্পদ উদ্ধারসহ সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায়, আজ সোমবার আনুমানিক ১০.০০ ঘটিকার সময় অতিঃ পুলিশ সুপার মোঃ মোতাহার হোসেন এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার সদর থানাধীন শ্রীপুর গ্রামস্থ মোঃ সোহরাব হোসেন সরদার(২৬) এর মুদি মনোহরী দোকানের সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ জাকির হোসেন সরদার (৪৪), পিতা-আনসার আলী সরদার, সাং-ইটাগাছা, ২। মোঃ তরিকুল হোসেন সরদার(২০), পিতা-আব্দুল কাদের সরদার, সাং- ভাঁদড়া, উভয়থানা ও জেলা- সাতক্ষীরাদ্বয়কে ০১ কেজি গাঁজাসহ আটক করা হয় এবং এ সময় মোবাইল ফোন-০১টি, সীম কার্ড- ০২টি ও মেমরী কার্ড- ০১টি হাতে নাতে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়