ভোমরার হাড়দ্দাহে বিনা সরিষা-৯ এর মাঠ দিবস
বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল সরিষার জাত এর সম্প্রসারণের লক্ষ্যে বিনাসরিষা-৯এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ মার্চ) বিকাল ০৪ টায় সাতক্ষীরা সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা বিলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র’র বাস্তবায়নে ও রাজস্ব খাতের অর্থায়নে সাতক্ষীরা বিনা উপকেন্দ্র’র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল আরাফাত তপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা উপকেন্দ্র’র ড. মো. রোক্নূজ্জামান।
এসময় তিনি বলেন,‘জৈব সারে সরিষার ফলন ভাল হয় তাই অন্য সার তেমন লাগেনা। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। কৃষকরাই দেশের বড় বৈজ্ঞানিক। সরিষার চাষ বৃদ্ধি করে নিজেদের ভৈজ্য তেলের চাহিদা মেটাতে হবে। জমিতে ডাল জাতীয় ফসল চাষ করলে রাসায়নিক সারের পরিমান কম লাগে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা বিএডিসি’র উপপরিচালক মো. নাজিম উদ্দিন শেখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারি কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, কৃষক আব্দুর রহমান, নুরুল আমিন, মাগফুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। এসময় সাতক্ষীরা সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা এলাকার কৃষক/কৃষাণী ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজু মাস্টার।