৬২ হাজার মানুষের করোনা জয়, শতকরা ৯৪ জন সুস্থ
করোনাভাইরাস আতঙ্ক এখন তাড়িয়ে বেড়াচ্ছে সারা বিশ্বকে। এরইমধ্যে ১০৩টিরও বেশি দেশ ও অঞ্চলে করোনার অস্তিত্ব শনাক্ত হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৮৩০ জনে। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ২৭৮ জন।
বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১০ হাজার ৬৬ জন। এ ভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৭৩৫ জন। আর মারা গেছেন ৩ হাজার ১১৯ জন। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়, ৭ হাজার ৩৮২ জন। সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে, ৩৬৬ জন। ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩৭৫ জন।
পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসে প্রতি ১০০ জনে মারা যাচ্ছেন ৬ জন। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৯৪ জন। রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ পরিসংখ্যান প্রকাশ করেছে।
চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত ৩১ ডিসেম্বর করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়। নিউমোনিয়ার মত লক্ষণ নিয়ে নতুন এ রোগ ছড়াতে দেখে চীনা কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়। ঠিক কীভাবে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়েছিল- সে বিষয়ে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা।