নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস- পালন
প্রজন্মের সমতা এবং নারীর অধিকার স্লোগানকে সামনে রেখে আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষ্যে সামস্ ট্রেনিং সেন্টারে বিকাল চারটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়্। সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা(সামস্) আয়োজনে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি) সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ রামপ্রসাদ মুন্ডা, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যোসেফ সরকার, প্রকল্প সমন্বয়কারী, প্রিড প্রকল্প, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারী নেত্রী বিথিকা মুন্ডা, মুনজিলা মুন্ডা ও বৈষ্ণব মুন্ডা। আলোচনায় অতিথিরা নারী প্রতি বৈষম্য, আদিবাসী নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারীর ভূমি অধিকার, কৃষিতে অংশগ্রহন এবং নারীর সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সঞ্জয় মাঝী ।
Please follow and like us: